Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রাকৃতিক সম্পদ

  আটঘরিয়া উপজেলায় প্রাকৃতিক সম্পদ নাই। তবে উপজেলার ভুমি সমতল এবং উর্বর।আটঘরিয়া কৃষি প্রধান এলাকা এবং কৃষি উদ্গত্ত এলাকা। ধা্‌ন, গম্‌, পাট,শাক সবজি , সরিষা প্রচুর ফলে। সিম এ উপজেলার অন্যতম অর্থকরী ফসল। সারা বছর সিম চাষ হয় এবং স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ বিভিন্ন জায়গা যায়। একদন্ত ও লক্ষ্মীপুর ইউনিয়নে আছে বিল চতরা গারুলিয়া বিল,গাববিল,টাকীমার বিল,চিকনাই নদী,ইছামতি নদী এসব বিল ও নদীতে প্রচুর দেশীয় প্রজাতির, রুই, কাতলা, মৃগেল,শোল,বোয়াল,টাকি,পুঠি,টযংরা,কৈ,শিং,মাগুর,রয়না মাছ সারা বছর পাওয়া যায়। ব্যক্তি উদ্যোগে বেশ কয়েকটি মাছের খামার,দুগ্ধ খামার এবং হাস-মুরগীর খামার গড়ে উঠেছে। বছরজুড়ে এ উপজেলা থেকে চাষের মাছ ,মুরগী,দিম এবং দুধ উপজেলার বাইরে যায়। সমতল এলাকা হওয়ায় এখানে বন্যা বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ কম। শিল্প কারখানা গড়ে উঠে নাই।বেশ কিছু ধানের চাতাল এবং একটা গার্মেন্টস গড়ে উঠেছে। লোকজনের আর্থিক কর্মকান্ড কৃষিভিত্তিক।