Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলার পটভুমি

আটঘরিয়াউপজেলারপটভূমি


পাবনা জেলার একটি উপজেলা আটঘরিয়া। ঐতিহাসিকদের মতে মহাভারত বিরোচিত পান্ডবভ্রাতাগণের রাজত্ব ছিল এই অঞ্চলে। কোন এক সময় পান্ডবগন পাবনার মাটিতে যজ্ঞ করেছিল। তখন তেকে এই অঞ্চলটি পাবনা নামে পরিচিত। পাবনার উত্তরে বৃহৎ চলন বিল যা চাটমোহরের দক্ষিণ সীমানা পর্যন্ত বিস্তৃত। পশ্চিম-দক্ষিণে পদ্মা নদী এবং পূর্বদিকে যমুনা নদী প্রবাহিত চিল। মোট কথা পাবনার প্রায় গোটা অঞ্চল ছিল জলমগ্ন। ভূ-প্রকৃতির গঠন হিসেবে তখন পাবনা মূল ভূ-খন্ডের অস্থিত্ব ছিল যে স্থানে তা ঈশ্বরদীর কিছু অংশসহ গোটা আটঘরিয়া যা পদ্মার শাখা চন্দ্রবতী নদীর পূর্বে অবস্থিত ছিল।

 

   ঐতিহাসিক সূত্রে জানা যায়- অতীতে পাবনা জেলায় চোর-ডাকাতের চরম উৎপাত ছিল। বিশেষ করে বৃহৎ চলনবিল অহ্চলের ডাকাতদল রত্নাই ও চন্দ্রাবতী নদী হয়ে দক্ষিণ অঞ্চলে অবাধে চলাফেরা করতো এবং প্রায়ই ডাকাতিতে লিপ্ত হোত।এলাকার জান-মাল রক্ষার্থে প্রথমে আটঘারিয়াতে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়। পরবর্তীকালে আটঘরিয়া মৃত লালন সিংহের স্ত্রী মাতঙ্গিনী সিংহ ১১ বিঘা জমি দান করেন। উক্ত জমির উপরিই ১৩৩৪ সালে আটঘরিয়া থানা (পুলিশ স্টেশন) ভবন নির্মাণ হয়। পাবনা জেলা শহরের ১৩ কিঃমিঃ উত্তর-পশ্চিমে অবস্থিত এই আটঘরিয়া উপজেলা।