বার্তাঃ বর্তমান বিশ্বায়নের এই যুগে বিশ্বের অবাধ তথ্য প্রযুক্তির সাথে টিকে থাকার লক্ষ্যে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ওয়েব পোর্টাল তৈরি করা হয়েছে। এই ওয়েব পোর্টালের মাধ্যমে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সরকারী সকল বিভাগের সকল সেবা খুব সহজেই একদিকে যেমন জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া সম্ভব হচ্ছে তেমনি অন্যদিকে সারা বিশ্বের সাথে এক মেলবন্ধন তৈরী হয়েছে। পাবনা জেলার আটঘরিয়া উপজেলা ওয়েব পোর্টালের মাধ্যমে সারা বিশ্বের সাথে নিজের যোগসূত্র তৈরীর সুযোগ পাওয়ায় এবং সাধারণ জনগণ সরকারি সকল সেবা প্রাপ্তিতে সহায়তা করবে। সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস