শিম ও পাট:
আটঘরিয়ায় প্রধান প্রধান অর্থকারী ফসলের মধ্যে শিম ও পাট অন্যতম। প্রতি বছর আটঘরিয়া উপজেলায় প্রায় ১৪৯৬২ বিঘা জমিতে শিমের আবাদ হয়। আবাদকৃত জমি হতে প্রায় ৩৪০০০ মে: টন ফলন পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় ৬৮ কোটি টাকা। এক বিঘা জমিতে উৎপাদন খরচ ২৫০০০ টাকা সেখান থেকে আয় হয় ৬০০০০ টাকা।
আটঘরিয়া উপজেলার প্রায় সবত্রই পাটের আবাদ হয়ে থাকে। তবে সবচেয়ে বেশি আবাদ হয় দেবোত্তর ও একদন্ত ইউনিয়নে। প্রতি বছর প্রায় ২৭১২০বিঘা জমিতে পাটের আবাদ হয়। যেখান থেকে প্রায় ৩২৫২৬ বেল আঁশ পাওয়া যায়।