আটঘরিয়া উপজেলা 89° 14' 00" E অক্ষাংশে এবং 24° 06' 00" N দ্রাঘিমাংশে অবস্থিত। এর উত্তরে চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা, দক্ষিন-পুর্বে সদর উপজেলা,পুর্ব দিকে সাঁথিয়া পশ্চিমে ঈশ্বরদী এবং নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলা অবস্থিত। এর আয়তন ১৮৬:১৫ বর্গকিলোমিটার। এর ভূমি সমতল, মাটি উর্বর এবং কৃষি প্রধান জনপদ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস