মো: সাইদুজ্জামান
বার্তাঃ বর্তমান বিশ্বায়নের এই যুগে বিশ্বের অবাধ তথ্য প্রযুক্তির সাথে টিকে থাকার এবং টেকসই উন্নয়নের নিমিত্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক 'ভিশন-২০২১' ঘোষণা করা হয়েছে। এই ভিশন-২০২১ এ পৌঁছার অন্যতম সোপান হচ্ছে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এর মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্যে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে যে সকল কর্মসূচী গ্রহণ করা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে জেলা, উপজেলা ও ইউনিয়ন ওয়েব পোর্টাল তৈরি। এই ওয়েব পোর্টালের মাধ্যমে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সরকারী সকল বিভাগের সকল সেবা খুব সহজেই একদিকে যেমন জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া সম্ভব হচ্ছে তেমনি অন্যদিকে সারা বিশ্বের সাথে এক মেলবন্ধন তৈরী হয়েছে। পাবনা জেলার আটঘরিয়া উপজেলা ওয়েব পোর্টালের মাধ্যমে সারা বিশ্বের সাথে নিজের যোগসূত্র তৈরীর সুযোগ পাওয়ায় এবং সাধারণ জনগণের খুব কাছাকাছি সরকারের সকল সেবা নিয়ে হাজির হতে পারায় আমি মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS