Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ব্যবসা বাণিজ্য

শিম ও পাট:

আটঘরিয়ায় প্রধান প্রধান অর্থকারী ফসলের মধ্যে শিম ও পাট অন্যতম। প্রতি বছর আটঘরিয়া উপজেলায় প্রায় ১৪৯৬২ বিঘা জমিতে শিমের আবাদ হয়। আবাদকৃত জমি হতে প্রায় ৩৪০০০ মে: টন ফলন পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় ৬৮ কোটি টাকা। এক বিঘা জমিতে উৎপাদন খরচ ২৫০০০ টাকা সেখান থেকে আয় হয় ৬০০০০ টাকা।

 

আটঘরিয়া উপজেলার প্রায় সবত্রই পাটের আবাদ হয়ে থাকে। তবে সবচেয়ে বেশি আবাদ হয় দেবোত্তর ও একদন্ত ইউনিয়নে। প্রতি বছর প্রায় ২৭১২০বিঘা জমিতে পাটের আবাদ হয়। যেখান থেকে প্রায় ৩২৫২৬ বেল আঁশ পাওয়া যায়।


                       

 

 

আটঘরিয়া উপজেলার পোল্ট্রি খাতের তথ্য (সংক্ষেপে)

 

১. পোল্ট্রি খামারের তথ্যঃ

 

পোল্ট্রি

খামারের সংখ্যা

পোল্ট্রির সংখ্যা

লেয়ার

২০৫টি

১৪৭৪৩৫টি

ব্রয়লার

১৩৫টি

৫৮৫০০টি

হাঁস

২০টি

৫৯৫০টি

 

 

২. পারিবারিক হাঁস মুরগী ও কবুতরের সংখ্যাঃ

 

প্রজাতি

সংখ্যা

মুরগী

২৫৯১৬৭টি

হাঁস

১৫৯০৮২টি

কবুতর

১৫৯৮৫১টি

 

 

৩. ডিম উৎপাদনের তথ্য (লক্ষ্যে):

চাহিদা

উৎপাদন

ঘাটতি

উদ্বৃত্ত

মন্তব্য

১৬৮

৬৬২.৫০

-

৪৯৪.৫

জনপ্রতি বছরে১০৫টি

 

                   

 

উইন্টার সোয়েটারস লিমিটেড

কুমারগাড়ী,পারখিদিরপুর,আটঘরিয়া,পাবনা।

 

মোট শ্রমিক সংখ্যাঃ ৭২৮ জন।

নিট পোশাকের দৈনিক গড় উৎপাদন ২০০০পিচ।

 

উৎপাদিত পণ্য অষ্ট্রেলিয়া, কানাডা, জার্মানী, স্পেন, রাশিয়া, সুইডেন, ফ্রান্সসহ পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানী হয়।