আটঘরিয়ার মাজপাড়া গ্রামের খানবাড়ি মসজিদের আধা কিলোমিটার পশ্চিমে মৃধার মসজিদ অবস্থিত। এটি আটঘরিয়ার সর্বপ্রাচীন মসজিদ। মসজিদটি বহুদিন মাটিচাপা অবস্থায় পড়ে ছিল। চারপাশে খনন করে মসজিদটি মাটির নীচ থেকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা সংস্কার করে এটিকে নামাজ পড়ার উপযোগী করেছে। এ-মসজিদ আয়তাকার এবং তিন গম্বুজ-বিশিষ্ট। এতে তিনটি প্রবেশপথ ও একটি মিহরাব রয়েছে। মূল প্রবেশপথের শীর্ষভাগে কালেমা তৈয়বা লেখা ছিল, সংস্কার করার ফলে তা ঢেকে গেছে। এর নির্মাণকাল আনুমানিক সতের সতকের শেষভাগ কিংবা আঠার শতকের প্রথম ভাগ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS